মুসলমান নিজ আকীদা-বিশ্বাস ঠিক রেখে শী‘আ সম্প্রদায়ভুক্ত হওয়া

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি২৩ ফেব, ২১

প্রশ্ন

কোন মুসলমানরে জন্য নিজের মাযহাব তথা আকীদা–বিশ্বাস ঠিক রেখে শী‘আ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া জায়িয হবে কী-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন মুসলমানের জন্য নিজের আকীদা-বিশ্বাস ঠিক রেখেও শী‘আ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়া কষ্মিনকালেও জায়িয হবে না। যেমন- কোন মুসলমান নিজের মাযহাব তথা আকীদা-বিশ্বাস ঠিক রেখে কাদিয়ানী দলভুক্ত হতে পারে না। তদ্রুপ কোন মুসলমান নিজ আকীদা ঠিক রেখেও শী‘আ দলভুক্ত হতে পারবে না। এমনটি করলেও শরী‘আতের দৃষ্টিতে তা হারাম বিবেচিত হবে এবং পরিণতিতে তার দীন ও ঈমান বরবাদ ও নষ্ট হয়ে যাবে। কেননা- শী‘আ সম্প্রদায়ের কোন কোন কিতাবে পবিত্র কুরবানের “তাহরীফ” বা বিকৃত সংঘটিত হয়েছে বলে লিখিত রয়েছে। ঐ লেখক এবং সে লেখার সাথে একমত পোষণকারী উভয়ে নিঃসন্দেহে কাফের।

এছাড়াও শী‘আ সম্প্রদায়ের এমন মতবাদ ও আকীদা রয়েছে, যা চরম গোমরাহী। বিশেষতঃ হযরত আবু বকর e ও হযরত উমর e সহ অনেক সাহাবায়ে কিরাম সম্পর্কে এমন জঘন্য ও মিথ্যা অপবাদ তারা লাগিয়ে থাকে, যা নিঃসন্দেহে গোমরাহী।

অতএব, কোন মুসলমান যদি নিজের আকীদা বিশ্বাস খারাপ না করেও উক্ত সম্প্রদায়ভুক্ত হয়, তবে তা শরী‘আতের দৃষ্টিতে হারাম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জাওয়াহিরুল ফিকহ, খন্ড: , পৃষ্ঠা: ২৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১