মুসলমান কাফিরের মধ্যে পার্থক্য না করা গেলে জানাযার হুকুম

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

দু’জন লোক মারা গেলে তম্মধ্যে একজন মুসলমান অপরজন কাফির ছিল। কিন্তু দুর্ঘটনার কারণে এখন পার্থক্য করা যাচ্ছে না কে মুসলমান, কে কাফির? এখন মুসলমান ব্যক্তির জানাযা কিভাবে পড়া হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চেহারায় দাড়ী বা খাতনা দ্বারা যদি মুসলমান হওয়া বুঝা না যায় তাহলে এমন পরিস্থিতিতে, উভয় ব্যক্তিকে গোসল দিয়ে এবং কাফন পরিয়ে এক সাথে সামনে রেখে শুধু মুসলমান ব্যক্তির নিয়্যতে জানাযার নামায পড়তে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: ১৪, পৃষ্ঠা: ৩০৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১