মুরগী নাড়ীভুঁড়ি খাওয়া এবং পাত্র হিসেব করে লেনদেন বৈধ কি না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয৫ মে, ২১

প্রশ্ন

১. মুরগির নাড়ীভুঁড়ি খাওয়া কি জায়েজ?

২. খাবার পানি কেউ যদি এই শর্তে বিক্রি করে যে পানি রাখার বোতল হিসেব করে মাস শেষে টাকা নিবে,আর খালি বোতল এক দুইদিন পর ভরা বোতল দেয়ার সময় নিয়ে যাবে,তবে এই শর্তে খাবার পানি পান করার জন্য ব্যবহার করা জায়েজ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১. মুরগীর নাড়ীভুরি খাওয়া জায়েজ নয়।

২. হ্যা, এ শর্তে খাবার পানি ব্যবহার করা পান করা জায়েজ আছে। না-জায়েজের কোন কারণ উক্ত চুক্তিতে বিদ্যমান নেই। -ইসলাম আওর জাদীদ মাআশী মাসায়েল, ২/৪২

- والله اعلم باالصواب -

সূত্র

  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ৬১
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ২৯০
  • সূরা: الأعراف, আয়াত: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ মে, ২১