মুক্তাদীর জন্য তাশাহহুদ পড়া জরুরী কি-না ?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

আমি জানি ইামামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট । সে মতে আমার জিজ্ঞাসা হল- ইমামের কিরাআত যদি মুক্তাদির জন্য যথেষ্ট হয় তাহলে ইামামের তাশাহহুদ মুক্তাদির জন্য যথেষ্ট হবে না কেন ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীসে এতটুকুই পাওয়া গিয়েছে যে, ইমামের কিরাআত মুক্তাদির জন্য যথেষ্ট । যেমন হাদীস শরীফে আছে- যে ব্যক্তির ইমাম থাকে, তার ইমামের কিরাআতই তার জন্য কিরাআত (মুসলিম শরীফ) এমনিভাবে এ ব্যাপারে আরো অনেক হাদীস আছে । কিন্তু তাশাহহুদে ব্যাপারে এরকম কোন হাদীসে নেই বিধায় তাশাহহুদ মুক্তাদীকে ভিন্নভাবেই পড়তে হবে । এমনিভাবে কিরাআত ব্যতীত অন্যান্য সকল দু‘আ-তাসবীহ মুক্তাদীদের পড়তে হবে

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৭০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১