মিরাসে পালকপুত্রের অংশিদারীত্ব

মাসিক আল কাউসারহেবা-ফারায়েজ১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর সন্তানকে নিয়ে পালকপুত্র বানিয়েছে। আমি জানতে চাই, পিতার ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে? শরীয়তের বিধান কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

পালকপুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। সে মীরাসের হকদার নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭৬২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১