মিনারা তৈরি

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২৪ ফেব, ২১

প্রশ্ন

আযানের জন্য সর্বপ্রথম মিনারা কে তৈরি করেন? শরী‘আতে মিনারের মূল্যায়ন কি? মিনারা নির্মাণে মসজিদ ফান্ড ব্যবহার করা যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আযানের ধ্বনি যাতে মহল্লার প্রতিটি লোকের কর্ণকুহরে পৌছে যায়, সে জন্য উঁচু স্থানে আযান দেয়া হয়। এতদ উদ্দেশ্যে ইসলামের সর্বপ্রথম মিনারা তৈরি হয় সালামা কর্তৃক হযরত মু‘আবিয়া e -এর নির্দেশক্রমে।

ইসলামের প্রাথমিক পর্যায়ে যদিও মিনারা ছিল না কিন্তু তখনও এমন উঁচু স্হানে আযান দেয়া হতো, যাতে আযানের ধ্বনি সবাই শুনতে পারে। (আবূ দাঊদ শরীফ)

সুতরাং যদি মহল্লায় মিনারা ব্যতীত আওয়াজ পৌঁছানোর বিকল্প ব্যবস্হা না থাকে, তবে মসজিদের আয় দ্বারাই মিনারা তৈরী করা যাবে। তবে প্রয়োজনের অতিরিক্ত উঁচু না হতে হবে এবং রিয়া ও তাকাব্বুরের জন্য না হতে হবে। আর যদি আওয়াজ পৌঁছানোর অন্য ব্যবস্হা থাকে, তাহলে মিনারা তৈরী করার জন্য আলাদা চাঁদা কালেকশন করতে হবে। মসজিদের মূল টাকা এতে খরচ করা যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৩২২
  • ফাতাওয়ায়ে রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১