মায়ের দিকে রহমতের দৃষ্টিতে তাকালে কবুল হজ্বের সওয়াব হয়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১৩ এপ্রিল, ২৩

প্রশ্ন

মসজিদের ইমাম সাহেবের বয়ানে একটি হাদিস শুনেছি, “যে ব্যক্তি মায়ের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকাবে সে একটি মকবুল হজের সওয়াব পাবে। এই কথা শুনে উপস্থিত ব্যক্তি জিজ্ঞেস করলো যদি আমি দিনে ৭০বার তাকাই? রাসূলুল্লাহ c বলেন তাহলে ৭০ মকবুল হজের সওয়াব পাবে।” হাদিসটির গ্রহণযোগ্যতা কতোটুকু

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রথমে হাদীসটি দেখে নেই-

عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” مَا مِنْ وَلَدٍ بَارٍّ يَنْظُرُ نَظْرَةَ رَحْمَةٍ إِلَّا كَتَبَ اللهُ بِكُلِّ نَظْرَةٍ حَجَّةً مَبْرُورَةً “، قَالُوا: وَإِنْ نَظَرَ كُلَّ يَوْمٍ مِائَةَ مَرَّةٍ؟ قَالَ: ” نَعَمْ، اللهُ أَكْبَرُ وَأَطْيَبُ “ হযরত ইবনে আব্বাস e থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল c ইরশাদ করেছেন, যখন কোন পিতা মাতার ভক্ত সন্তান নিজের পিতা মাতার প্রতি অনুগ্রহের দৃষ্টিতে দেখে, আল্লাহ তাআলা তার প্রতিটি দৃষ্টির বদৌলতে তার জন্য (আমলনামায়) একটি হজ্জ্বে মাবরূর (কবুল হজ্ব) এর সওয়াব দান করেন। সাহাবারা আরজ করলেন, হে আল্লাহর রাসূল! যদি দৈনিক একশবার দৃষ্টি করে? তিনি বললেন, হ্যাঁ, তারও। আল্লাহ মহান ও পবিত্র। -শুয়াবুল ঈমান, হাদীস নং-৭৪৭২, কানযুল উম্মাল, হাদীস নং-৪৫৫৩৫, মিশকাতুল মাসাবীহ, হাদীস নং-৪৯৪৪ জালালুদ্দীন সুয়ুতী i বলেন, হাদীসটি জঈফ। -আলজামেউস সাগীর-৮০৪৩ । শায়েখ আলবানী i বলেন, এটি জঈফ। -জঈফুল জামে-৫১৮০ হাদীসটি সনদের দিক থেকে নিশ্চিতভাবেই জঈফ। আর জঈফ হাদীস ফযীলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য। এ ব্যপারে গ্রহণযোগ্য সমস্ত ফক্বীহ এবং মুহাদ্দিসীনগণ একমত।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ এপ্রিল, ২৩