মাহরাম কাকে বলে মহিলাদের জন্য মাহরাম ছাড়া সফরের হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৬ মে, ২১

প্রশ্ন

আমি মহিলাদের সফর সংক্রান্ত একটি হাদিস পেয়েছি-হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রসূলে আকরাম বলেন, মহিলা তার মাহরামকে না নিয়ে তিন দিনের সফর করবে না। -বুখারী,খ-১,পৃ-১৪৭ তাহলে জানার বিষয় হল,

১. সফর তিন দিনের কম হলে মহিলারা মাহরাম ব্যতিত একা যেতে পারবে?

২. ৭-৮ ঘন্টার(৪০০-৬০০কিমি) পথ একা যেতে পারবে?

৩. সাথে অন্য আত্তীয়/পরিচিত মহিলা থাকলে সফর করতে পারবে?

৪. সাথে অন্য মহিলা এবং তার মাহরাম(যেমনঃ খালা-খালু)থাকলে সফর করতে পারবে?

৫. প্লেনে সফর ৬/৮ ঘন্টা(বিদেশ যেতে) একা যেতে পারবে?(অর্থাৎ দূরত্ব বেশি কিন্তু সময় কম লাগে এমন সফর)

৬. এসব নিয়মে দিন ও রাতের সফরে কি কোন পার্থক্য আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১. ২. ৫. সফর কমপক্ষে ৮৩ কিলোমিটারের চেয়ে কম হলে মহিলাগণ পর্দার সাথে একা একা সফর করতে পারবে। ৮৩ কিলোমিটারের চেয়ে বেশি হলে স্বামী বা মাহরাম ছাড়া কারো সাথে বা একা সফর করা জায়েজ নয়। -আহসানুল ফাতওয়া-৪/৯৫; রদ্দুল মুহতার, ২/১৫৭; নাহরুল ফতোয়া, ২/৫৮এক্ষেত্রে ধর্তব্য হল দূরত্ব। কত সময়ে উক্ত স্থানে পৌঁছতে পারছে সেটা ধর্তব্য নয়। উদাহরণতঃ ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব চারশত কিলোমিটার। কিন্তু বিমানে যেতে লাগে ৩০মিনিট। এক্ষেত্রে বিমানে সফর করলেও মহিলাদের জন্য স্বামী বা মাহরাম থাকা আবশ্যক। একা সফর করা জায়েজ নয়। -রদ্দুল মুহতার, ২/৬০৩

৪. ৬. সফরের এ হুকুমের ক্ষেত্রে দিন বা রাতের কোন পার্থক্য নেই। উভয়ের সফরের ক্ষেত্রে একই হুকুম। মহিলাদের সাথে তার স্বামী বা মাহরাম ব্যক্তি থাকতে হবে। কোন নারী থাকলে বা গায়রে মাহরাম কেউ থাকলে হবে না। মহিলাদের মাহরাম ঐ সকল ব্যক্তিদের বলা হয়, যাদের সাথে আজীবন বিবাহ নিষিদ্ধ। যেমন- পিতা, দাদা, ছেলে, নাতি, ভাগিনা, মামা, ভাই, ভাতিজা, শ্বশুর, চাচা, মেয়ের জামাই প্রমূখ। -কিতাবুল মুনাসিক, ১/২১৯; রদ্দুল মুহতার, ২/১৪৫; নাহরুল ফায়িক, ২/৫৭; বাহরুর রায়েক, ২/৫৫১

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১