মাসবুকের ঈদের নামাজ

মাসিক আল কাউসারনামায২৭ ফেব, ২১

প্রশ্ন

আমি ঈদগাহে গিয়ে দেখি, ইমাম সাহেব প্রথম রাকাতে কেরাত পড়ছেন। এ অবস্থায় আমি নামাযে শরিক হয়েছি। আমার জানার বিষয় হল, ঈদের নামাযের তাকবীরগুলো আমি কখন আদায় করব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত অবস্থায় আপনি তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করার পরপরই অতিরিক্ত তাকবীরগুলো ধারাবাহিকভাবে আদায় করে নিবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪৯২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯২
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৭৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১