মাযারে ছাগল দেওয়ার মান্নত

মাসিক আল কাউসারকসম-মান্নত৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমার এক বন্ধু মান্নত করেছে, তার অমুক কাজ সমাধা হলে সে মাযারে একটি ছাগল দিবে। পরে কাজটি সমাধা হওয়ার পর সে জানতে চাচ্ছে, ঐ মান্নত আদায় করা তার জন্য জরুরি কি না? আর ছাগলটি মাযারে না দিয়ে অন্য কোথাও দেওয়া যাবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মাযারের নামে মান্নত করলে মান্নত হয় না। মান্নত একটি ইবাদত, যা একমাত্র আল্লাহর নামেই করা যায়। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে, যেমন পীরের নামে, মাযারের নামে মান্নত করা সম্পূর্ণ নাজায়েয। অতএব প্রশ্নোক্ত মান্নত পুরা তো করা যাবেই না; বরং অবৈধ মান্নত করার কারণে তাওবা-ইস্তিগফার করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৯
  • আহকামুল কুরআন, জাসসাস, খন্ড: , পৃষ্ঠা: ৪৮৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৮
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৬৪৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৯
  • ফাতাওয়া ইবনে তাইমিয়া, খন্ড: ২৭, পৃষ্ঠা: ৭৭
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা,, হাদীস নং: ১২,৫৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১