মান্নতের ইতিকাফে রোজা রাখার হুকুম

মাসিক আল কাউসারকসম-মান্নত৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি মান্নত করেছি যে, দাখিল পরীক্ষায় এ প্লাস পেলে একদিন ইতিকাফ করব। পরে আল্লাহর রহমতে আমি এ প্লাস পেয়েছি। এখন জানতে চাই, ঐ একদিনের ইতিকাফের জন্য কি রোযাও রাখতে হবে? জানালে উপকৃত হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ। মান্নতের ইতিকাফটি নফল রোযাসহ আদায় করতে হবে। আবদুল্লাহ ইবনে উমর e বলেন, হযরত উমর e জিয়িররানা-দিবসে রাসূলুল্লাহ c কে বললেন, আমি ইতিপূর্বে একদিনের ইতিকাফের মান্নত করেছিলাম। এখন তা পুরা করতে চাই। তখন রাসূলুল্লাহ c তাকে রোযাসহ ইতিকাফ আদায়ের নির্দেশ দিলেন। -সুনানে কুবরা, বায়হাকী ৪/৭৭৩; মুসতাদরাকে হাকেম ২/৮১; মুসান্নাফ আবদুর রাযযাক ৪/৩৫২

হযরত আয়েশা e বলেন, রাসূলুল্লাহ c বলেছেন, ‘রোযা ছাড়া ইতিকাফ নেই।’

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • মুসতাদরাকে হাকিম, খন্ড: , পৃষ্ঠা: ৮১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৮৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩০০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১