মানি ইজ দ্যা সেকেন্ড গড বলা

ইসলামী জিন্দেগীআকীদা২৩ ফেব, ২১

প্রশ্ন

যদি কোন ব্যক্তি টাকার প্রয়োজনীয়তা নিয়ে বির্তক করার সময় এমন কথা বলে যে, “রাখেন আপনি! অমুক দিন অমুক বলেছে, মানি ইজ দ্যা সেকেন্ড গড” তবে তার হুকুম কী? সেকি মুরতাদ হয়ে যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্তিকারীর এই উক্তি “মানি ইজ দ্যা সেকেন্ড গড বলা” এটি কুফুরী বাক্য সমূহের অন্তর্ভুক্ত। কেননা, খোদা একজনই। তিনি সমস্ত গুনাবলীর অধিকারী এবং তিনি বান্দাকে রিযিক দান করেন। সুতরাং টাকা-পয়সাকে দ্বিতীয় খোদা বলার কোন অবকাশ নাই। অতএব, অমুকের এই উক্তির সমর্থন বা উক্ত বাক্যকে সঠিক মনে করে তা বললে তা কুফুরী কালাম হয়ে যাবে। এবং সে ক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য সতর্কতা হিসেবে ইস্তিগফার করে, নতুনভাবে কালেমা পড়ে স্ত্রী থাকলে বিবাহ দুহরিয়ে নেয়া উচিৎ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আযীযুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ৫২০
  • খায়রুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১