মাজূর ব্যক্তির রোযা অন্য কেউ রাখলে তার পক্ষ থেকে আদায় হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসরোজা১৩ মে, ২১

প্রশ্ন

আমার আব্বা দির্ঘদিন যাবত অসুস্থ উনি উইল চেয়ারে বসা। ইশারাতে যতটুকু সম্ভব নামাজ আদায় করার চেষ্টা করে। রমজান মাসে রোজা রাখতে পারেনি। আমার জিজ্ঞাসা, আমরা যারা আওলাদেরা রয়েছি, তার জন্য নিয়ত করে রমজানের রোজা গুলো এখন থেকে পুরাপুরি ভাবে রাখার চেষ্টা করি, তার রোজার কাফফারা স্বরুপ, তাহলে কি ঐ রোজা গুলো আদায় হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নাহ, এভাবে রোযা রাখলে তার রোযা আদায় হবে না। ফিদিয়া প্রদান করতে হবে। যদি এমন অসুস্থ্য হন যে, রোযা রাখতেই পারেন না, এমতাবস্থাই তার মৃত্যু চলে আসে, তাহলে তার রোযার ফিদিয়া ও আদায় করতে হবে না। যদি কষ্টকর হয়, কিন্তু আদায়ে সক্ষম হন, তাহলে ফিদিয়া আদায় করতে হবে। প্রতিটি রোযার ফিদিয়া হল, গরীব মিসকিনকে প্রতিটি রোযার বদলে সদকায়ে ফিতির পরিমাণ টাকা বা গম, চাল, যব ইত্যাদি প্রদান করা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • البحر الرائ, খন্ড: , পৃষ্ঠা: ৪৯৫
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫৩২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১