মাগবীবের নামাযে মাসবূক হলে

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

মাগরিবের নামায জামা‘আতের সাথে শেষ রাকা‘আতে পেলে প্রথম দু’রাকা‘আত কিভাবে পড়তে হবে? এই দু’রাকা‘আতের মাঝে কি তাশাহহুদ পড়তে হবে, না স্বাভাবিক দু’রাকা‘আতের মত পড়তে হবে বিস্তারিত জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন ব্যক্তি যদি তিন রাকা‘আত ওয়ালা নামাযের জামাআতে শরীক হয়ে এক রাকা‘আত ইমাম সাহেবের সাথে পায়, তাহলে বাকী রাকা‘আতগুলো তাকে এভাবে পড়তে হবে- প্রথমে নিজে এক রাকা‘আত সূরা ‍মিলিয়ে পড়ে বসবেন এবং আত্তাহিয়্যাতু পড়বেন। তারপর উঠে অবশিষ্ট এক রাকা‘আত সূরা মিলিয়ে আদায় করে নিয়ম মত নামায শেষ করবেন। এটাই তার জন্য উত্তম।

অবশ্য যদি তিনি এক রাকা‘আত পড়ে না বসে দুই রাকা‘আত পড়ে বসেন তাও তার জন্য জায়িয আছে। সেক্ষেত্রে তার উপর সাহু সিজদা ওয়াজিব হবে না।

উল্লেখ্য কোন মাসবূক যদি ভুলে এক রাকা‘আতের পরে না বসেন, তাহলে তার উচিত দ্বিতীয় রাকা‘আতের পরে বসা। এর দ্বারা তার বসার ওয়াজিব আদায় হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইমদাদুল আহকাম, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • দুররে মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৯৬
  • কিতাবুল আছার, পৃষ্ঠা: ২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১