মাইকে মৃত্যুর সংবাদ প্রচার করা

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের গ্রামে কোনো মানুষ মারা গেলে পার্শ্ববর্তী গ্রামসমূহে ঘুরে ঘুরে মাইকে তার মৃত্যুর সংবাদ শুনানো হয়। এবং তার জানাযা নামাযে শরিক হওয়ার জন্য আহবান করা হয়। জানতে চাই, শরীয়তের দৃষ্টিতে এ কাজটি কি বৈধ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কেউ মারা গেলে তার মৃত্যু সংবাদ প্রচার করা এবং জানাযার এলান করা জায়েয আছে। প্রয়োজনে মাইক দিয়েও প্রচার করা যাবে। এক্ষেত্রে উদ্দেশ্য থাকবে জানাযায় শরিক হওয়ার জন্য মানুষকে আহবান করা। তবে এতে মৃতের গুণগান প্রচার করা যাবে না। কেননা, হাদীসে মৃতের গুণগাণ ও বড়ত্ব বর্ণনা করে এলান করতে নিষেধ করা হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ১৪০
  • উমদাতুল কারী, খন্ড: , পৃষ্ঠা: ২০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৯
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২২
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১