মাইক বন্ধ হয়ে যাওয়ায় এক বা তিন সিজদাহ করলে

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

ঈদের নামায পড়া অবস্থায় ২য় রাকা‘আতেই ইমাম যখন সেজদায় গেছে হঠাৎ মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে। ফলে পিছেন যারা ছিল তারা ইমামের আওয়াজ না শুনার কারণে কেউ তিন সেজদা কেউ দুই সিজদা কেউ এক সিজদা করে। ইমাম যখন সালাম ফিরিয়েছে তখন অনেকে সিজদা থেকে উঠেছে। এখন উল্লেখিত লোকগুলির হুকুম কি? জানাইলে কৃতজ্ঞ হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যারা দুই সিজদা করেছে কিন্তু ইমামের সাথে করতে পারেনি বরং পরে করেছে তাদের নামায হয়ে গেছে। কারণ ইমামের পিছনে পিছনে আদায় করলেও ইকতিদা করা হয়ে যায়। আর যারা তিন সিজদা করেছেন তারা যদি তিন সিজদাহ ভুলে করে থাকেন, তাহলে তাদের ওয়াজিব তরক হওয়া সত্ত্বেও নামায হয়ে যাবে। আর যারা ইচ্ছা করে তিন সিজদা করেছেন বা শুধু এক সিজদা তাহলে নামায ফাসেদ হয়ে গেছে। এদের নামায কাযা করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • দুরদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৭
  • আলবাহরুক রাইাক, খন্ড: , পৃষ্ঠা: ৫১১
  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • হালবী কাবীর, পৃষ্ঠা: ৪৫৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১