মহিলাদের তারাবীর নামাযে ইমামতী

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

হাফেজদের মত কুরআন শরীফ স্মরণ রাখার জন্য যদি মহিলা হাফেজা অন্যান্য মহিলাদের নিয়ে জামা’আতে খতম তারাবীহ পড়েন, তাহলে শরী‘আতের দৃষ্টিতে কোন ক্ষতি আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সকল শ্রেণীর মহিলাদের জন্য মসজিদের ও ঈদের জামা‘আতে শরীক হওয়া নিষেধ। তেমনিভাবে শুধু মহিলাদের জন্য তারাবীহ বা অন্য নামাযের জামা‘আত করার অনুমতি নেই। বরং হানাফী মাযহাবে মহিলাদের জন্য জামা‘আত করাও মাকরূহ। যদিও কোন মহিলা হাফেজা হন না কেন। কুরআন শরীফ স্মরন রাখার জন্য অন্য কোন হাফেজা মেয়ের সাথে দাওর করতে পারেন, বা একাকী তারাবীহর নামাযে খতম পড়তে পারেন। যদি কোথাও আটকে যান, নামাযের শেষে দেখে নিয়ে সামনে অগ্রসর হবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১