মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল ব্যবহার করার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১০ মে, ২১

প্রশ্ন

মহিলাদের জন্য লিপষ্টিক ও নেল পলিশ ব্যবহার করার হুকুম কি? এটা কি জায়েজ? না জায়েজ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইসলামী শরীয়তে মহিলাদের জন্য মেহেদী ব্যবহার করা জায়েজ। এ ব্যাপারে সকল ফুক্বাহায়ে কেরাম ঐক্যমত্ব। মেহেদী হাতকে রঙ্গিনতো করে দেয়। কিন্তু চামড়ার মাঝে পানি প্রবেশ করতে বাঁধা দেয় না। কিন্তু লিপষ্টিক ও নেলপলিশ এর বিপরীত। এগুলো চামড়ায় পানি প্রবেশ করতে বাঁধা প্রদান করে থাকে। অথচ শরীরে পানি প্রবেশ না করলে অজু হয় না। গোসল হয় না। তাই যেসব মহিলাদের উপর নামায ফরজ তাদের জন্য এসব থেকে বিরত থাকা আবশ্যক।

যাদের উপর নামায ফরজ নয়, অথবা উজরের অবস্থায় তথা যখন নামায পড়া মহিলাদের উপর ফরজ নয় সেই সময়, যদি উজরের সময় শেষ হওয়ার আগে তা মুছে যাওয়ার নিশ্চয়তা থাকে তাহলে লিপষ্টিক ও নেল পলিশ ব্যবহার করার সুযোগ আছে। তবে শর্ত হল যে, এগুলোতে কোন প্রকার নাপাক বস্তু মিশ্রিত থাকতে পারবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • خلاصة الفتاوى, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৭
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১০ মে, ২১