মহিলা মানুষ মারা গেলে কি তাদেরকে দেখা যাবে

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৪ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

জীবিত অবস্থায় যাকে দেখা নাজায়েয মৃত্যুর পরও তাকে দেখা না জায়েয। অতএব কোনো মহিলা মারা গেলে নারী-পুরুষ নির্বিশেষ তাকে দেখার প্রথাটি শরীয়ত পরিপন্থী। এক্ষেত্রে শুধু তার ঐ আত্মীয়রাই দেখতে পারবে। যাদের সাথে তার পর্দা করা জরুরি নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৬৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৯০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ ডিসেম্বর, ২৩