মহিলা ডাক্তার না থাকা অবস্থায় প্রয়োজনে পুরুষ ডাক্তারের সামনে নারীদের সতর খোলার হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসচিকিৎসা১৬ মে, ২১

প্রশ্ন

হাসপাতাল ও ডায়গনষ্টিক ক্লিনিক গুলোতে মহিলা ডাক্তার ও টেকনিশিয়ান খুব অপ্রতুল। পুরুষ ডাক্তার বা টেকনেশিয়ানের সামনে চিকিৎসা প্রয়োজনে সতর খোলার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যদি কোন উপায় না থাকে, তাহলে যা না হলে নয় এতটুকু সতর খোলা জায়েজ। তবে এক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন নারীদের জন্য নারী ডাক্তারের ব্যবস্থা করা। যদি এটি একেবারেই সম্ভব না হয়, তাহলে চেষ্টা করবে বয়স্ক ডাক্তারের। যদি এটিও সম্ভব না হয়, তাহলে অপারগ অবস্থায় যতটুকু সম্ভব পর্দা রক্ষা করে প্রয়োজনীয় অংশ খোলা জায়েজ আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ملتقى الأبحر مع مجمع الانهر, খন্ড: , পৃষ্ঠা: ১৯৯
  • تبيين الحقائق, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • الفتاوى السراجية, পৃষ্ঠা: ৭৩
  • حاشية صحيح البخارى, খন্ড: , পৃষ্ঠা: ৪০৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১