মসজিদের সিঁড়ি বাইরের অংশে হলে এতেকাফকারীর জন্য করণীয়

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান২ মার্চ, ২১

প্রশ্ন

আমি এক মসজিদে রমযানের শেষের দশ দিন সুন্নতে মুয়াক্কাদার নিয়তে ইতিকাফ করেছি। সে মসজিদে অনেক লোক ইতিকাফ করেন। তাই আমরা কিছু লোক দ্বিতীয় তলায় ইতিকাফ করেছি। সে মসজিদের দ্বিতীয় তলায় যাতায়াতের সিড়ি মসজিদের অংশ থেকে বাইরে। প্রশ্ন হল, আমরা যারা দোতলায় ইতিকাফ করেছি নামাযের জন্য কি প্রথম তলায় খালি কাতার থাকা অবস্থায় আসতে পারব? না আসলে আমাদের নামাযের কোনো ক্ষতি হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত অবস্থায় ইতিকাফকারী ব্যক্তি ঐ সিড়ি ব্যবহার করে নিচ তলায় এসে কাতারের সাথে মিলে দাঁড়াতে পারবে। এক্ষেত্রে মসজিদের বাইরের সিড়ি ব্যবহার করার কারণে তার ইতিকাফ নষ্ট হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ১১৭
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৫০
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১১
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩০৯
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৮৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১