মসজিদে বিয়ে পড়ানো

মাসিক আল কাউসারবিবাহ-তালাক৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমরা অনেককে মসজিদে বিয়ে পড়াতে দেখি। শরীয়তে কি মসজিদে বিয়ে পড়াতে উৎসাহিত করা হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে বিয়ে পড়ানো মুস্তাহাব। হাদীস শরীফে মসজিদে বিয়ে সম্পাদনের জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইলামুস সাজিদ বিআহকামিল মাসাজিদ, পৃষ্ঠা: ৩৬০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা:
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১০২
  • সুনানে তিরমিযী, হাদীস নং: ১,০৯৫
  • মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নং: ১০,৪৪৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১