মসজিদে দ্বিতীয় জামা‘আত

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

জামে মসজিদের ভিতরে দ্বিতীয়বার জামা‘আত করা জায়িয আছে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদ যদি নির্দিষ্ট কোন মহল্লায় অবস্থিত না হয় বরং রাস্তা-ঘাটের পার্শ্বে কিংবা হাট-বাজারের মসজিদ হয় যার ইমাম মুআযযিন কিংবা মুসল্লি নির্ধারিত না থাকে, অথবা মসজিদটি কোন এক মহল্লায় অবস্থিত বটে কিন্তু সেখানে প্রথম জামা‘আত অন্য মহল্লার লোকেরা করেছে, অথবা মহল্লাবাসিই প্রথম জামা‘আতে করেছে; কিন্তু আযান ছাড়াই তারা করেছে। উপরোল্লিখিত তিন সুরতে দ্বিতীয় জামা‘আত করা (যদিও তা আযান ইকামতসহ হোক) সর্বসম্মতিক্রমে জায়িয।

এছাড়া অন্য যে কোন সুরতে শরয়ী মসজিদে দ্বিতীয় জামা‘আত করা মাকরূহে তাহরীমী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আল্-মাবসুত লিস সারাখসি, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • আসারুসসুন্নাহ, পৃষ্ঠা: ৩২৩
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২২
  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১