মসজিদে জামাতের পর জানাজার নামাজ

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় প্রচলন আছে যে, ফরয নামাযের পর সুন্নত পড়া হয় এর পর জানাযা নামায আদায় করা হয। এই পদ্ধতি কি সঠিক? সঠিক সমাধান বরাতসহ জানতে চাই।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনাদের এলাকার ঐ নিয়মটি ঠিক আছে। বিশেষত যখন জানাযার নামায পড়ার জন্য মসজিদের বাইরে যেতে হয় তখন সুন্নত পড়েই মসজিদ থেকে বের হয়ে জানাযা পড়া বাঞ্চনীয়। তবে সুন্নতের পূর্বে পড়াও জায়েয। এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যেন জানাযার পরে সুন্নতে মুআক্কাদা পড়ে নেওয়া হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ২৩৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৯
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫৩
  • হাশিয়াতুত তহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৩৫২
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১