মসজিদে ওয়াকফকৃত জমিতে কবর দেয়া

ইসলামী জিন্দেগীমসজিদ-মাদ্রাসার বিধান২২ ফেব, ২১

প্রশ্ন

জনৈক মাওলানা বলেন যে, মসজিদ কমিটি যাকে মসজিদের মোতাওয়াল্লী ধার্য করেন, তার অনুমতিতে নাকি মসজিদের জায়গায় কবর দেওয়া জায়িয। কথাটা কি ঠিক?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মসজিদে ওয়াকফকৃত জায়গায় কোন মুর্দাকে কবর দেয়া জায়িয নয়। কিন্তু ওয়াকফকারী যদি ওয়াকফ করার সময় কিছু অংশে কবর দেয়ার অনুমতি প্রদান করে থাকেন, তাহলে জায়িয হবে, অন্যথায় নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া মাহমূদিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১