মসজিদ স্থানান্তর

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান১৫ মার্চ, ২১

প্রশ্ন

যদি কেউ ওয়াকফিয়া মসজিদ অন্যত্র নিয়ে সে স্থানে মসজিদের অযুখানা, বাথরুম বা অন্য কিছু করার সংকল্প করে তাহলে এর হুকুম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোনো স্থানে একবার মসজিদ বানানো হলে তা সর্বদা মসজিদ হিসাবে বহাল রাখা জরুরি। ঐ জায়গা মসজিদ ব্যতীত অন্য কোনো কাজে ব্যবহার করা জায়েয নয়। তাই পূর্ব থেকে মসজিদ আছে এমন স্থানে অযুখানা-বাথরুম বা অন্য কিছু করা জায়েয হবে না; বরং তা মসজিদ হিসাবেই সংরক্ষণ করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৫১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৪৮
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১