ময়ুরের গোশতের হুকুম

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয৫ এপ্রিল, ২১

প্রশ্ন

ময়ুরের গোশত খাওয়া জায়েয আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, ময়ুর হালাল প্রাণী এবং এর গোশত খাওয়া হালাল।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৬
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৪১৬
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ১৫৫
  • আলমুগনী, ইবনে কুদামা, খন্ড: ১৩, পৃষ্ঠা: ৩২৭
  • আশশারহুল কাবীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৮
  • আযযখীরা, খন্ড: , পৃষ্ঠা: ১০৫
  • হায়াতুল হায়াওয়ান, খন্ড: , পৃষ্ঠা:
  • আলমুহাল্লা বিলআছার, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • আপকে মাসায়েল আওর উনকা হাল, খন্ড: , পৃষ্ঠা: ২৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১