মক্কায় প্রবেশ করার পর হজ্ব করতে সরকারী নিষেধাজ্ঞা থাকলেও কি হজ্ব ফরজ হয়ে যায়

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসহজ্জ৯ মে, ২১

প্রশ্ন

হজ্বের মাসে যেমন শাওয়াল, জিলক্বদ মাসে মক্কা মুকাররমায় যাওয়ার দ্বারা কি ব্যক্তির উপর হজ্ব করা ফরজ হয়ে যায়? আমি শুনেছি যে, হজ্ব নাকি ফরজ হয়ে যায়। কিন্তু অনেক সময় ভিসা হজ্বের আহকাম শেষ করা পর্যন্ত অনেকের থাকে না। অনেকে কাজ করার জন্য যেখানে প্রবেশ করে থাকে, কিন্তু হজ্বের সময় হয়ে গেলে সে স্থান ত্যাগ করতে বাধ্য হয়, সরকারী বিধি-নিষেধ থাকার কারণে। এক্ষেত্রে শরীয়তের সমাধান কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার জানা কথাটি সঠিক। হজ্বের মওসুমে যে ব্যক্তি মক্কা মুকাররমায় প্রবেশ করে উক্ত ব্যক্তি আগে ফরজ হজ্ব আদায় না করে থাকলে তার উপর হজ্ব আদায় করা ফরজ হয়ে যায়। কেননা, এর দ্বারা হজ্ব করার জন্য পথের খরচ থাকা আবশ্যকতার বিষয়টি আর বাকি থাকছে না। তাই তার পরিপূর্ণ চেষ্টা করা উচিত যেন হজ্ব করেই মক্কা থেকে বের হতে পারে। কিন্তু সরকারী কড়া বিধি-নিষেধ থাকলে তথা কোন অবস্থায়ই যদি উক্ত ব্যক্তি হজ্ব শেষ করা পর্যন্ত মক্কা মুকাররমায় অবস্থান না করতে পারে। তাহলে তার উপর হজ্ব করা ফরজ হয় না। কারণ কুরআনে কারীমে হজ্ব ফরজ হওয়ার জন্য ইস্তিতিআতে সাবীল তথা পথের সক্ষমতা আবশ্যক করেছে। অথচ এখানে অবস্থান করার মত সক্ষমতা উক্ত ব্যক্তির নেই আইনী বিধি-নিষেধ থাকার কারণে। তাই তার জন্য হজ্ব করা ফরজ হবে না। উক্ত ব্যক্তি আগে হজ্ব করে থাকে, তাহলে মক্কায় প্রবেশের কারণে তার উপর দ্বিতীয়বার হজ্ব আদায় করা ফরজ হবে না। কারণ হজ্ব একবারই ফরজ হয়। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ • আর এ ঘরের হজ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য; যে ব্যক্তির সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার। -সূরআ আলে ইমরান-৯৭

- والله اعلم باالصواب -

সূত্র

  • الهداية, খন্ড: , পৃষ্ঠা: ৪১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১