ভ্রূ উপড়ানো বা প্লাক করা

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয২ মার্চ, ২১

প্রশ্ন

আমার চেহারায় গোঁফের স্থানে বড় আকারে লোম রয়েছে এবং আমার ভ্রূ কিছুটা চওড়া। আমার স্বামী সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার ভ্রূ জোড়া চিকন করতে ও চেহারার অন্যান্য লোমগুলো তুলে ফেলতে বলছেন। জানতে চাই, এভাবে ভ্রূতে সৌন্দর্য বৃদ্ধি করা ও চেহারার অন্যান্য লোম তুলে ফেলার অনুমতি আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

মহিলাদের গোঁফ, দাড়ি বা এর আশপাশের স্থানে কোনো লোম গজালে তা তুলে ফেলার অনুমতি রয়েছে। কিন্তু ভ্রূ চিকন করা বৈধ নয়। স্বামী চাইলেও তা করা জায়েয হবে না। কেননা হাদীস শরীফে এ জাতিয় মহিলাদের উপর অভিসম্পাত করা হয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তাকমিলা ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ১৯৫
  • ফাতহুল বারী, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৯০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • হাশিয়া তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ১৮৬
  • সহীহ বুখারী, হাদীস নং: ৫,৫৩৯
  • সহীহ মুসলিম, হাদীস নং: ৫,৫২৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১