ভুলে বৈঠক করলে কখন সাহু সিজদা ওয়াজিব হয়

মাসিক আল কাউসারনামায১৫ মার্চ, ২১

প্রশ্ন

আমি একদিন আসরের নামাযে ইমামতি করছিলাম। চতুর্থ রাকাতের জন্য না দাঁড়িয়ে ভুলে বসে পড়ি। কিন্তু তখনি পিছন থেকে লোকমা শুনে উঠে পড়ি। বসা অবস্থায় কিছু পড়ার সুযোগ হয়নি। এরপর সাহু সিজদা ছাড়াই নামায শেষ করি। জানতে চাই, আমার উপর কি সাহু সিজদা ওয়াজিব হয়েছিল?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, নামাযটি সহীহভাবেই আদায় হয়েছে। প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু সিজদা ওয়াজিব হয়নি। কেননা, প্রশ্নের বিবরণ অনুযায়ী ঐ বৈঠকে অধিক সময় তথা এক রুকন পরিমাণ বিলম্ব হয়নি। আর এক্ষেত্রে এক রুকন পরিমাণ বিলম্ব না হলে সাহু সিজদা ওয়াজিব হয় না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুদাওয়ানাহ, খন্ড: , পৃষ্ঠা: ৭৪
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ২১২
  • শরহুল মুহাযযাব, খন্ড: , পৃষ্ঠা: ৪১৯
  • হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ২২৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৯
  • মুগনিল মুহতাজ, খন্ড: , পৃষ্ঠা: ২৩৮
  • আলালমারাকী, পৃষ্ঠা: ২৫৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১