ভিন্ন ভিন্ন সময়ে ঈদের জামাত হলে কুরবানী সহিহ হওয়ার সময়

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকার মসজিদে ঈদের প্রথম জামাত সাড়ে সাতটায় শুরু হয়েছে। আর মাঠে শুরু হয়েছে আটটায়। যারা ঈদগাহে নামায পড়েছেন তারা প্রায় সকলেই মাঠের জামাত শেষে কুরবানী করেছেন। কিন্তু দু চার জনের কুরবানী এলাকার মসজিদের জামাতের পর তাদের ছেলে ও আত্মীয়দের পরামর্শে মাঠের জামাত শেষ হওয়ার আগেই জবাই করা হয়েছে। এখন অনেকেই বলছে, যেহেতু কুরবানীদাতাদের নামাযের আগে জবাই হয়েছে তাই তাদের কুরবানী আদায় হয়নি। এভাবে কিছু শরীকানা কুরবানী ঈদগাহে নামায আদায়কারী শরীকের নামায শেষ হওয়ার আগেই মসজিদের জামাতের পর জবাই করা হয়েছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে সকলের কুরবানী সহীহ হয়েছে। কুরবানীদাতা ঈদের নামায না পড়ে থাকলেও এলাকার যেকোনো স্থানে ঈদের জামাত হয়ে গেলেই কুরবানীর পশু জবাই করা যায়। তবে ঈদের নামায পড়েই কুরবানী করা উত্তম।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মাবসূত, সারাখসী, খন্ড: ১২, পৃষ্ঠা: ১১
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩১১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ১৭০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩১৮
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: ১০, পৃষ্ঠা: ৩৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১