বয়ানের সময় নবীজী c এর নাম শুনে দরূদ পড়া চলন্ত প্লেনে নামাযের সময় নির্ণয় এবং আরবী তারীখের সূচনালগ্ন বিষয়ক প্রশ্নের জবাব

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১৯ মার্চ, ২২

প্রশ্ন

১। জুমার দিন মসজিদের মাইকে বয়ান করার সময় নবীর c এর নাম নিলে কি দুরূদ পড়তে হবে? কেউ যদি কোন কারণে পড়তে ভুলে যায় তবে কি গুনাহ হবে? ২। চলন্ত প্লেনে নামাজের ওয়াক্ত কিভাবে নির্ণয় করে নামাজ আদায় করতে হবে? ৩। ইংরেজি তারিখ হিসেবে রাত ১২ টার পর পরের দিন গননা শুরু হয়। সে হিসেবে মোবাইল এ রাত ১২ টার পর পরের দিনের তারিখ দেখা যায়। চন্দ্র মাসের হিসেব কি আসরের সময় থেকে পরের দিন ধরা হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১ নং এর জবাব রাসূল c এর নামে জীবনে একবার দরূদ পড়া ফরজ। কোন মজলিসে শুনার পর দরূদ পড়া ওয়াজিব। এক মজলিসে বারবার নাম আসলে বারবার পড়া মুস্তাহাব। তবে বারবার নাম উচ্চারিত হলে বারবারই পড়া উচিত। ভুলে না পড়লে গোনাহ হবে না। তবে পরে মনে হলে পড়ে নেয়া উচিত। وَهِيَ فَرْضٌ) عَمَلًا بِالْأَمْرِ فِي شَعْبَانَ ثَانِي الْهِجْرَةِ (مَرَّةً وَاحِدَةً) اتِّفَاقًا (فِي الْعُمْرِ) فَلَوْ بَلَغَ فِي صَلَاتِهِ نَابَتْ عَنْ الْفَرْضِ نَهْرٌ بَحْثًا. وَفِي الْمُجْتَبَى: لَا يَجِبُ عَلَى النَّبِيِّ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَنْ يُصَلِّيَ عَلَى نَفْسِهِ (وَاخْتَلَفَ) الطَّحَاوِيُّ وَالْكَرْخِيُّ (فِي وُجُوبِهَا) عَلَى السَّامِعِ وَالذَّاكِرِ (كُلَّمَا ذُكِرَ) – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – (وَالْمُخْتَارُ) عِنْدَ الطَّحَاوِيِّ (تَكْرَارُهُ) أَيْ الْوُجُوبُ (كُلَّمَا ذُكِرَ) وَلَوْ اتَّحَدَ الْمَجْلِسُ فِي الْأَصَحِّ لَا لِأَنَّ الْأَمْرَ يَقْتَضِي التَّكْرَارَ، بَلْ لِأَنَّهُ تَعَلَّقَ وُجُوبُهَا بِسَبَبٍ مُتَكَرِّرٍ وَهُوَ الذِّكْرُ، فَيَتَكَرَّرُ بِتَكَرُّرِهِ وَتَصِيرُ دَيْنًا بِالتَّرْكِ، فَتُقْضَى لِأَنَّهَا حَقُّ عَبْدٍ كَالتَّشْمِيتِ بِخِلَافِ ذِكْرِهِ تَعَالَى (وَالْمَذْهَبُ اسْتِحْبَابُهُ) أَيْ التَّكْرَارُ وَعَلَيْهِ الْفَتْوَى؛ (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، مطلب فى الكلام على التشبيه فى كما صليت على ابراهيم-2/235 ২ নং এর জবাব প্লেন যে দেশের উপর দিয়ে যাচ্ছে, সেদেশের সময় জেনে সময় নির্ধারণ করে নামায পড়ে নিবে। ২ নং এর জবাব চন্দ্রমাসের দিন শুরু হয় সূর্যাস্তের পর থেকে।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ মার্চ, ২২