ব্যাঙের প্রস্রাবের হুকুম

মাসিক আল কাউসারপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

আমাদের ঘরে ব্যাঙের উপদ্রব একটু বেশি। একদিন মেঝেতে পড়ে থাকা আমার গেঞ্জির মধ্যে একটি ব্যাঙ প্রস্রাব করে দেয় এবং প্রায় পাঁচ আঙ্গুল পরিমাণ ছড়িয়ে পড়ে। অতঃপর আমি তা না ধুয়ে পরিধান করে আসরের নামায আদায় করি। আমার নামায কি আদায় হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ডাঙ্গায় বসবাসকারী ব্যাঙের প্রস্রাব ‘নাজাসাতে গলীজা’। তাই প্রশ্নের বর্ণনা অনুযায়ী গেঞ্জিটি নাপাক হয়ে গেছে। অতএব ঐ গেঞ্জি পরিধান করে যে নামায পড়া হয়েছে তা সহীহ হয়নি। ঐ নামায পুনরায় পড়ে নেওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আননাহরুল ফায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৪৮
  • শরহুল মুনয়া, পৃষ্ঠা: ১৪৬
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১