ব্যাংকের সুদী টাকার হুকুম

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসব্যাংক-বিমা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমি ব্র্যাক ব্যংকে একটি একাউন্ট খুলতে গেলে জানতে পারি তারা দৈনিক হিসেবে সুদ দেয়। এই টাকা নেয়া জায়েজ হবে কিনা? আর কেউ যদি এই টাকা গরিব মিস্কিনকে দান করে দেয় তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সুদী টাকা ব্যাংক থেকে উঠিয়ে ফেলতে হবে। সেই সাথে তা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সামাজিক উন্নয়নমূলক কাজ, যেমন মাদরাসায় দান করা, ব্রিজ নির্মাণ ইত্যাদি কাজেও দান করা যাবে। কিন্তু যেহেতু এসব মাল হারাম। তাই দান করার সময় সওয়াবের নিয়ত করবে না। ইনশাআল্লাহ এতে সওয়াব হবে। কিন্তু মসজিদে এসব মাল দান করা জায়েজ নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতওয়ায়ে উসমানী, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • মুফতী কামালুদ্দীন রাশেদী সংকলিত মালে হারাম, পৃষ্ঠা: ২৪৯
  • ইমদাদুল ফাতওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১