ব্যক্তির নামে মসজিদের নামকরণের হুকুম কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসমসজিদ-মাদ্রাসার বিধান১৪ মে, ২১

প্রশ্ন

কোন ব্যক্তির নামে মসজিদ নির্মাণ জায়েজ আছে কি? যেমন আব্দুল কাদির জিলানী মসজিদ। মসজিদে আবূ হুরায়রা e ইত্যাদি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, জায়েজ আছে। তবে এসব বুজুর্গ বা নবী কিংবা সাহাবীর নামে মসজিদ নির্মাণ করলে মসজিদের আলাদা কোন মর্যাদা বৃদ্ধি পায় না। স্বাভাবিক মসজিদের যে হুকুম, বুজুর্গ বা ওলী, নবী কিংবা সাহাবীগণের নামের মসজিদের মর্যাদা একই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • صحيح البخارى, হাদীস নং: ৪১০
  • صحيح البخارى, হাদীস নং: ৪২০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মে, ২১