বৈদেশিক মুদ্রার ঋণ আদায়

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য২৪ ফেব, ২১

প্রশ্ন

সৌদি আরব থাকাকালীন আমি এক বাঙ্গালী থেকে এক হাজার রিয়াল কর্জ নিয়েছিলাম। এখন বাংলাদেশে আসার পর তা আদায় করতে চাচ্ছি। জানার বিষয় হল, রিয়ালের কোন দিনের মূল্য ধরে তা পরিশোধ করব? ঋণ গ্রহণের দিনের হিসেবে? নাকি ঋণ আদায়ের দিনের হিসাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনি যেহেতু রিয়াল কর্জ নিয়েছিলেন সেহেতু নিয়ম তো হল তাকে রিয়ালই দিবেন। হ্যাঁ, সে যদি রিয়ালের পরিবর্তে টাকা নিতে সম্মত হয় তাহলে টাকা দিয়ে আদায় করা যাবে। তবে যে দিন ঋণ আদায় করবেন সেই দিনের রিয়ালের বাজার দর হিসাবে আদায় করতে হবে। গ্রহণের দিনের হিসাবে নয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বযলুল মাজহূদ, খন্ড: ১৫, পৃষ্ঠা: ১২
  • বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ, খন্ড: , পৃষ্ঠা: ১৭৮
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১