বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহুর আযান সংক্রান্ত ঘটনা

মাসিক আল কাউসারমসজিদ-মাদ্রাসার বিধান১৪ মার্চ, ২১

প্রশ্ন

জনশ্রুতি আছে যে, হযরত বেলাল e আযানে ‘আশহাদু’-এর শীনকে ছীন-এর মতো উচ্চারণ করতেন। তাই তাকে একবার আযান দেওয়া থেকে বিরত রাখা হয়। তিনি ফজরের আযান না দেওয়ার কারণে নাকি সেদিন সূর্য উদিত হয়নি। একথা কি ঠিক? একাধিক বক্তাকে এমন বলতে শুনেছি।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ঘটনা সত্য নয়। আল্লামা ইবনে কাসীর, মোল্লা আলী কারী, হাফেয সাখাভী প্রমুখ মনীষীগণ একে সম্পূর্ণভিত্তিহীন বলেছেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমাওযূআতুল কুবরা, পৃষ্ঠা: ৭৫
  • আলমাসনূ, পৃষ্ঠা: ১১৩
  • আলমাকাসিদুল হাসানা, পৃষ্ঠা: ৩৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১