বেপর্দা মহিলা ভিক্ষুককে ভিক্ষা দেয়া যাবে না

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসদান-সাদাকাহ১৭ মে, ২১

প্রশ্ন

আমাদের বাড়িতে প্রায় সময়ই মেয়ে ফকীর আসে ভিক্ষা নিতে। অনেকে বেপর্দাভাবে আসে। এদের ভিক্ষা দেয়া কি জায়েজ হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বেপর্দা থাকার কারণে ভিক্ষুকটির গোনাহ হবে। তবে তাকে ভিক্ষে দিলে গোনাহ হবে না। বরং গরীবকে সহযোগিতা করা কারণে সওয়াবও হবে। এক্ষেত্রে পর্দা করার জন্য ভিক্ষুক মহিলাকে উপদেশ দেয়া যাবে। عن أبي هريرة رضي الله عنه : أن النبي صلى الله عليه و سلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا • হযরত আবু হুরায়রা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেনঃ যখনই আল্লাহর বান্দাগণ ভোরে উঠে, আকাশ থেকে দু’জন ফেরেশতা অবতীর্ণ হন। তাঁদের একজন একজন বলেন, হে আল্লাহ! তুমি দাতাকে প্রতিদান দাও। আর অপরজন বলেন, হে আল্লাহ! তুমি কৃপণকে দাও সর্বনাশ। -সহীহ বুখারী, হাদীস নং-১৩৭৪; সহীহ মুসলিম, হাদীস নং-৮৪; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-১২২

عن أبي هريرة يبلغ به النبي صلى الله عليه و سلم قال قال الله تبارك وتعالى يا ابن آدم أنفق أنفق عليك • হযরত আবু হুরায়রা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেনঃ আল্লাহ তাআলা বলেনঃ হে বনী আদম! তুমি দান কর, আমি তোমাকে দান করবো। -সহীহ মুসলিম, হাদীস নং-৯৯৩, সহীহ বুখারী, হাদীস নং-৫০৩৭ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۚ • কেউ অপরের বোঝা বহন করবে না। -সূরা ফাতির, ১৮ قُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ ۞ وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ الخ • “মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাযত করে। এটাই তাদের জন্য পবিত্রতম পন্থা। তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। আর মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে ও তাদের লজ্জাস্থানকে হিফাযত করে। -সূরা নূর, ৩০-৩১

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১