বেতরের নামাজে মাসবুক হলে করণীয়

মাসিক আল কাউসাররোজা২৪ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তি রমযান মাসে বিতর নামাযের তৃতীয় রাকাতে রুকুতে ইমামের সাথে শরীক হয়েছে। সে দুআ কুনূত পড়ার সুযোগ পায়নি। প্রশ্ন হল, তার ছুটে যাওয়া রাকাতদ্বয় আদায়ের সময় তাকে দুআ কুনূত পড়তে হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় তাকে আর দুআ কুনূত পড়তে হবে না। কারণ তৃতীয় রাকাতের রুকু পাওয়ার কারণে সে দুআ কুনূত পেয়েছে বলে গণ্য করা হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হাশিয়াতুত্ত্বাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২০৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১