বিয়ের সর্বনিম্ন মোহর এবং মোহরে ফাতেমীর পরিমাণ প্রসঙ্গে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১৬ মে, ২১

প্রশ্ন

বিবাহের ক্ষেত্রে মহরের সর্বনিম্ন পরিমান কত বা কি? মোহরে ফাতেমীর পরিমাণ বর্তমান হিসেবে কত?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ হল ১০ দিরহাম। যার বর্তমান পরিমাণ হল ৩০ গ্রাম ৬১৮মিলি গ্রাম রূপা বা এর সমমূল্য। -জাদীদ ফিক্বহী মাসআলা-১/২৯৩

মোহরে ফাতেমীর পরিমাণঃ রাসূল c আদরের কন্যা হযরত ফাতেমা e এর মোহর ছিল ৫০০ দিরহাম। মুহাম্মদ বিন ইবরাহীম i থেকে বর্ণিত- كان صداق بنات رسول الله صلى الله عليه وسلم ونسائه خمس مأة درهم اثنى عشرة اوقية ونصفا • প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম নববী i বলেন, المستحب ان لا يزيد على خمس مأة درهم وهو صداق ازواج النبى وبناته • মুস্তাহাব হল, মোহর পাঁচশত দিরহামের অতিরিক্ত না হওয়া, যা রাসূল c এর স্ত্রীগণ এবং মেয়েদের মোহর ছিল। বর্তমান ওজন অনুপাতে মুফতী মুহাম্মদ শফী i একে ১৩১ তোলা ৩ মাশা রূপা সমপরিমাণ বলে সাব্যস্ত করেছেন। -জাওয়াহেরুল ফিক্বহ-১/৪২৪ যা বর্তমান প্রচলিত গ্রাম পদ্ধতি অনুপাতে এক কিলো ৫৩০ গ্রাম ৯০০ মিলিগ্রাম এর সমপরিমাণ।

স্মর্তব্য যে, বর্তমানে ১২ গ্রামে তোলা প্রচলিত নয়। বরং ১০ গ্রামে তোলা হিসেবে স্বর্ণ রোপা ক্রয় বিক্রয় প্রচলিত। সেই হিসেবে মহরে ফাতেমী বর্তমানে ১৫৪ তোলা রূপা বা এর সমমূল্য।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১