বিয়ে ও জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবাহ-তালাক১৭ মে, ২১

প্রশ্ন

আমি একমাত্র পরকালের (নিজেকে বাজে চিন্তা ও বাজে কাজ থেকে রক্ষা করার জন্য) কথা চিন্তা করে বিয়ে করতে চাই কিন্তু আমি সচ্ছল না। (এখন আমি সামান্য একটা চাকুরী করি, টাকার অভাবে লিখাপড়া বন্ধ হয়ে যায়। আমি এখন আবার পড়ালিখা আরম্ভ করেছি, আমার পরিবারকে টাকা পাঠানো লাগে)। তাহলে কি বিয়ে করা জায়েজ হবে? বা কিছু দিন বউ কে যদি তার বাপের বাসায় রাখার মন নিয়ে বিয়ে করি তাহলে তার হুকুম কী? কিংবা বিয়ের পর কোন জন্ম নিয়ন্ত্রনের কোন পদ্ধতি গ্রহণ করতে পারব কিনা?

বিঃদ্রঃ একটা মেয়ের পরিবারের কাছ থেকে প্রস্তাব পেয়েছি যে, তারা চায় আমি বিয়ে করি ও লিখাপড়া শেষ করি এবং মেয়েও তাঁদের কাছে থেকে লিখাপড়া করবে। ৩/৪ বছর পরে মেয়ে পাঠাবে, তারা চায় মেয়ে লিখাপড়া করবে কিন্তু বিয়ের পর তারা চায় তাঁদের মেয়ে প্রেম বিষয়ক কোন সম্পর্কে যেন না জরাক। আমি ২০১২ তে ইলেক্ট্রিক্যাল এ ডিপ্লোমা শেষ করি কিছুদিন আগে বিএসসি আরম্ব করলাম, আর আমি একটা কোম্পানি তে জব করি।এখন আমার বিয়ে করা জায়েয কিনা?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শারিরীক সক্ষমতার সাথে স্ত্রীর ভরণ পোষণ চালাতে সক্ষম হলেই বিয়ে করার অনুমোদন রয়েছে। সেই হিসেবে আপনি বিয়ে করতে পারেন। يَا مَعْشَرَ الشَّبَابِ، مَنِ اسْتَطَاعَ البَاءَةَ فَلْيَتَزَوَّجْ، فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ • রাসূল c ইরশাদ করেন, হে যুব সম্প্রদায়! তোমাদের মাঝে যারা বিয়ে করতে সামর্থ রাখো, তারা বিয়ে করে ফেলো, কেননা তা চোখকে নিম্নমুখী করে, এবং লজ্জাস্থানকে হিফাযত করে, যদি বিয়ে করতে সামর্থবান না হও, তাহলে রোযা রাখো, কেননা, তা যৌন ক্ষুধা দমন করে। -বুখারী, হাদীস নং-৫০৬৬, ৪৬৯৫

আর বিয়ের পর স্ত্রীকে শ্বশুরবাড়ীতে রাখার বিষয়টি একটি সামাজিক বিষয়। যদি আপনার শ্বশুর ও শ্বাশুরী তা করতে স্বতস্ফুর্তভাবে রাজি হন, তাহলে এতে কোন সমস্যা নেই। বিয়ের পর স্ত্রী প্রেম বিষয়ক কিছুতে জড়ানোর বিষয়টি অস্পষ্ট।

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর উপর নির্ভরশীল। এর হুকুম:

১. স্থায়ী পদ্ধতি।

২. অস্থায়ী পদ্ধতি।

উভয় সুরতই যদি, সন্তানকে কিভাবে খাওয়াবে? এই শংকায় অবলম্বন করে থাকে, তাহলে হারাম। কারণ এতে আল্লাহর ক্ষমতার উপর সন্দেহ প্রকাশ করা হয়। আর যদি সাময়িক কোন সমস্যার কারণে যেমন-

১. স্ত্রীর বয়স কম। এখন সন্তান হলে স্ত্রীর শারিরীক সমস্যা দেখা দেবে।

২. কোন অসুস্থ্যতার কারণে সন্তান ধারণে স্ত্রী অক্ষম হয়।

ইত্যাদি কারণে অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু স্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা বৈধ নয়।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১