বিনা উযুতে হজ্জের রুকন সমূহ আদায় করা

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

তামাত্তু হজ্জে বিনা উযুতে উমারার তাওয়াফ ও সাঈ করলে তার মাসআলা কি?

আবার উযু করে শুধু তাওয়াফ করলে দম লাগবে কি-না?

যদি বিনা উযুতে তাওয়াফ করে সাঈ ও হলক করে, তবে তার মাসআলা কি? আবার উযু করে শুধু তাওয়াফ করলে হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উমরার তাওয়াফ বিনা উযুতে করলে দম তথা বকরী বা ভেড়া কুরবানী করতে হয়। তবে যদি আবার তাওয়াফ উযু সহকারে করে নেয় তাহলে আর দম দিতে হবে না।

সাঈ যেহেতু তাওয়াফের অধীনে, তাই দ্বিতীয় বার তাওয়াফ করার সময় সাঈ করে নিবে। হলক করতে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫৫১
  • আল-হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭৪
  • আপকে মাসায়িল আওর উনকা হল, খন্ড: , পৃষ্ঠা: ১১৪
  • হাশিয়ায়ে তাহতাবী আলা মারাকিল ফালাহ , পৃষ্ঠা: ৬১০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১