বিধর্মীদের যাকাত দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

আমাদের এলাকায় বেশ কয়েকটি হিন্দু পরিবার রয়েছে, যাদের অধিকাংশই নিম্নবিত্তের। তাই অভাব-অনটনের কারণে তারা অনেক সময় মানুষের কাছে হাত পাততে বাধ্য হয়। জানার বিষয় হল, তাদেরকে যাকাতের অর্থ দেওয়া যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত কোনো অমুসলিমকে দেওয়া জায়েয নয়। তবে নফল সদকা অমুসলিমকেও দেওয়া যায়। সুতরাং উল্লেখিত হিন্দুদেরকে আপনারা নফল সদকার অর্থ প্রদান করতে পারেন।

বিখ্যাত তাবেয়ী ইবরাহীম নাখায়ী i বলেন, তাদেরকে (অমুসলিমদেরকে) যাকাত প্রদান করো না, নফল সদকা প্রদান কর।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৫১৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৫১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২১১
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৮৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৪২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১