বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি তাদের সালাম দেয়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয৪ এপ্রিল, ২৩

প্রশ্ন

বিধর্মীদের কিভাবে সম্মান দেখাবে? তাদের আদাব, নমস্তে বলার হুকুম কি? তাদের সালাম দেয়া যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিধর্মীদের তাদের ধর্মীয় রীতি অনুপাতে না অভিবাধন দেয়া জায়েজ, না উত্তর দেয়া জায়েজ আছে। বরং যদি তাদের অভিবাধন করতে হয়, তাহলে বলবে “আসসালামু আলা মানিততাবাআল হুদা”। -প্রমাণ, সহীহ বুখারী-১/৫ সালাম দিবে না। সালাম দেয়া এটি কেবল মুসলমানদের মাঝেই সীমাবদ্ধ।

اذا سلم على اهل الذمة، فليقل السلام على من اتبع الهدى، وكذالك يكتب فى الكتاب اليهم، وفى التاتارخانية، إذا كتبت إلى يهودى او نصرانى فى حاجة، فاكتب: السلام على من اتبع الهدى، (رد المحتار، كتاب الحظر والإباحة، فصل فى البيع-6/412)

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ এপ্রিল, ২৩