বিতরের নামাযে হাত উঠানোর প্রচলন কখন থেকে?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

বিতরের নামাযে তৃতীয় রাকা‘আতের তাকবীর বলার সময় হাত উঠানোর প্রচলন কখন থেকে শুরু হয়েছে? রাসূল c কেন হাত উঠিয়েছেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস দ্বারা এতটুকু বুঝা যায় যে, বিদায় হজ্জের কিছু পূর্বে বিতর নামায ওয়াজিব হয়। তখন থেকে নবী c বিতর নামাযের তৃতীয় রাকা‘আতে কিরা‘আতের পরে হাত তুলেন। সুতরাং হুজুরের যমানা থেকেই তা চলে আসছে।

বিতর নামাযের তৃতীয় রাকা‘আতে আল্লাহ তা‘আলার হুকুমেই হাত তুলেছেন। কেন উঠিয়েছেন তা জানা যায় না এবং তা জানার মধ্যে কোন ফায়দাও নেই। আমাদের তা জানতে বলা হয় নাই। সুতরাং এর জন্য সময় নষ্ট করা যাবে না। এতটুকু বুঝে নেয়াই যথেষ্ট যে, কিরা‘আত ও দু‘আর মধ্যে পার্থক্য সৃষ্টির জন্যই হাত তোলা হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • নাসবুর রায়াহ, খন্ড: , পৃষ্ঠা: ৩৯০
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ১৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১