বিতর নামায কিভাবে আসল?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

পাঁচ ওয়াক্ত নামায নবী করীম c মি’রাজের রাত্রিতে আল্লাহ তা‘আলার পক্ষ হতে হাদিয়া স্বরূপ এনেছেন। কিন্তু বিতরের নামায কিভাবে আসল এবং কখন থেকে এ নামায আদায় করা হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

বিতর নামায ওয়াজিব হওয়ার নির্ধারিত তারিখ যদিও সঠিকভাবে জানা যায় নাই, তবে বিভিন্ন কিতাবে যেমন মা‘আরিফুস সুনান ৪ঃ১৭৬ এবং উমদাতুল কারী ৭ঃ১২ থেকে বুঝা যায় যে, বিতরের নামায মক্কা বিজয়ের পরে এবং হজ্জ ফরয হওয়ার পূর্বে শুরু হয়েছে। অর্থাৎ, অষ্টম ও নবম হিজরীর মধ্যবর্তী কোন এক সময়ে ওয়াজিব হয়েছে।

বিতরের নামায ওয়াজিব হওয়ার সূচনা এই যে, সাহাবায়ে কিরাম রা.বলেন- আমরা অনেক দিন যাবত পাঁচ ওয়াক্ত নামায আদায় করে আসছিলাম। একদা নবী করীম c আমাদেরকে একত্রিত হতে বললেন। আমরা একত্রিত হলাম। নবী করীম c হামদ-সানার পর আমাদের লক্ষ্য করে বললেন- আল্লাহ তা‘আলা তোমাদের জন্য আরো একটি নামায বৃদ্ধি করেছেন- যা আদায় করা লাল উটের চেয়েও উত্তম। তারপর আমাদেরকে বিতরের নামায পড়ার নির্দেশ দেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • معارف السنن, খন্ড: , পৃষ্ঠা: ১৭৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১