বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করলে কি গোনাহ হবে

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসবিবিধ১০ এপ্রিল, ২১

প্রশ্ন

১. স্বামী এবং বিবি একসাথে গোসলখানা অথবা একবারে আবদ্ধ জায়গায় উলঙ্গ হয়ে গোসল করলে কি কোনো গুনা হবে? এবং উত্তেজনা বসত ঐ সব স্থান এ যদি মিলন/সহবাস করে তাহলে কি কোনো গুনা হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রয়োজন ছাড়া বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা উচিত নয়। হাদিসে এ ব্যাপারে অনুৎসাহিত করা হয়েছে। সুতরাং তা পরিহার করা উচিত। তবে গোনাহ হবে মর্মে কোন বক্তব্য আমরা পাইনি। এক হাদিসে এসেছে যে, মুয়াবিয়া বিন হাইদা হতে বর্ণিত। একদা রাসূল c বলেছেন যে, তুমি তোমার বিবি ও তোমার দাসী ছাড়া অপরের নিকট হতে তোমার লজ্জাস্থানকে সর্বদা রক্ষা কর (অর্থাৎ ঢেকে রাখবে)। আমি বললাম-“ইয়া রাসূলাল্লাহ! বলুন! যদি কোন ব্যক্তি নির্জনে একাকী থাকে? তিনি বললেন, (হ্যাঁ) আল্লাহ তায়ালাকে অধিক লজ্জা করা উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তিরমিযী শরীফ, হাদীস নং: ২,৮০০
  • তিরমিযী শরীফ, হাদীস নং: ২,৭৬৯
  • মুসনাদে আহমদ, হাদীস নং: ২০,০৩৪
  • তাহাবী শরীফ, হাদীস নং: ১,১৮২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১০ এপ্রিল, ২১