বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সর্বোচ্চ সময়

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয১ মার্চ, ২১

প্রশ্ন

আমার এক আত্মীয়ের ছোট বাচ্চা আছে, যার বয়স এক বছর আট মাস। সে এখনো অন্যান্য খাবার মুখে নিতে চায় না। বুকের দুধের উপরই অনেকটা নির্ভরশীল। প্রশ্ন হল, সর্বোচ্চ কতদিন তাকে বুকের দুধ খাওয়ানো যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

শিশুকে বুকের দুধ পান করানোর সময়সীমা হল, জন্ম থেকে চান্দ্র মাস হিসাবে দু’বছর। এরপর শিশুকে বুকের দুধ পান করানো জায়েয নয়। কুরআন, হাদীস এবং সাহাবায়ে কেরাম ও তাবেয়ীগণের বর্ণনামতে এটাই প্রমাণিত ও অনুসরণীয়। তাই উক্ত শিশুকেও দু’ বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে। এরপর জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ৭৬৪
  • জামে তিরমিযী, পৃষ্ঠা: ১,১৫২
  • মুসান্নাফ ইবনে আবি শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪১৭
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২২৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৩
  • হিদায়া (ফাতহুল কাদীর), খন্ড: , পৃষ্ঠা: ৪২৩
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ২০৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১