বস্তু ঋণ দিয়ে টাকা নেওয়া

মাসিক আল কাউসারভাড়া-লিজ১ মার্চ, ২১

প্রশ্ন

এক প্রতিবেশী আমার কাছ থেকে এক কেজি পোলাওয়ের চাল ধার নিয়েছে, যা নব্বই টাকায় কেনা হয়েছিল। কয়েকদিন পর ঐ প্রতিবেশী আমাকে বললেন, আমাদের তো বাজার থেকে চাল আনার লোক নেই। আপনারাই তা নিয়ে আসুন। আমি টাকা দিয়ে দিব। বর্তমানে ঐ চালের মূল্য একশ টাকা। প্রশ্ন হল, আমার পাওনা চালের পরিবর্তে টাকা নিতে পারব কি না এবং ক্রয়মূল্য থেকে অতিরিক্ত নেওয়া যাবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নো্ক্ত ক্ষেত্রে চাল নিলে এক কেজিই নিতে হবে। বেশি নিতে পারবেন না। আর মূল্য নিলে ১ কেজির বর্তমান মূল্য হিসাবে নিতে পারবেন। বর্তমান মূল্য পূর্বের মূল্য থেকে বেশি হলেও বর্তমান মূল্য নিতে পারবেন। তবে বর্তমান বাজার মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া জায়েয হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৫৪
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫১৭
  • বুহুস ফী কাযায়া ফিকহিয়্যা মুআছিরাহ, খন্ড: , পৃষ্ঠা: ১৭৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৬১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১