বর্তমান পরিস্হিতিতে হজ্জে মাকবুলের সূরত

ইসলামী জিন্দেগীহজ্জ১৯ ফেব, ২১

প্রশ্ন

বর্তমান যামানায় হজ্জে মহিলাদের বেপর্দা অবস্থায় ঘোরা ঘুরী লক্ষ্য করা যায়। এমতাবস্থায় হজ্জে মাকবুলের সুরত কি? সঠিক সমাধান চাই?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে হজ্জের মধ্যে কোন রকম গুনাহের কাজ হয় না অথবা যে হজ্জের মধ্যে রিয়া বা বড়াই এর উদ্দেশ্য থাকে না তাকে সম্পূর্ণরুপে হজ্জে মাকবুল বা হজ্জে মাবরুর বলে। ইচ্ছে করে কোন গুনাহের কাজ করলে হজ্জে সম্পূর্ণরুপে কবুল হওয়ার আশা করা যায় না।

অতএব হজ্জে মাকবুল হাসিল করতে হলে নিজ চক্ষু ও অন্তরকে কুদৃষ্টি ও কুমন্ত্রণা থেকে বিরত রাখতে হবে। এর পরেও যদি অনিচ্ছা সত্ত্বে সামনে বেপর্দা মহিলা এসে যায় তাহলে তৎক্ষনাৎ দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নিবে। এতে আর গুনাহ হবে না এবং হজ্জে মাকুবলের সাওয়াবও পাওয়া যাবে ইনশাআল্লাহ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বুখারী, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • কাওয়ায়িদুল ফিকহ, পৃষ্ঠা: ২৫৯
  • মিশকাত, পৃষ্ঠা: ২৬৯
  • সূরা: বাকারা, আয়াত: ১৯৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ ফেব, ২১